Top

আজ ও আগামী তিন দিন তাপমাত্রা আরও বাড়তে পারে

২৩ এপ্রিল, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
আজ ও আগামী তিন দিন তাপমাত্রা আরও বাড়তে পারে

কয়েক দিনের দুঃসহ গরমের পর গত দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল। তবে আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপরের তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আজ শুক্রবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতর সূত্রে, বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটি ও ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস করে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শেয়ার