Top
সর্বশেষ

মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ থেকে সাহিদ রেজাকে অপসারণের নির্দেশ

২৭ এপ্রিল, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ থেকে সাহিদ রেজাকে অপসারণের নির্দেশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজাকে পর্ষদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি বাণিজ্য প্রতিদিনের কাছে স্বীকার করেছেন সাহিদ রেজা। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি বলেন, আমার একটি রেগুলার ঋণকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক মনে করে ঋণ অনুমোদনের কিছু সমস্যা ছিলো। তবে আমি ভিক্টিম।

বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত বিশেষ পরিদর্শনে এ.কে.এম. সাহিদ রেজা পি.কে. হালদাের সাথে মিলে টাকা তসরুপ করেছে। তিনি  ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হতে এনআরবি গ্লোবাল ব্যাংকের এবং রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ( পি.কে. হালদার ) এর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কাগুজে / অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে দুর্নীতি , জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে সৃষ্ট ঋণের মধ্যে ৪ টি অস্তিতৃবিহীন প্রতিষ্ঠান থেকে টাকা বের করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- এমটিবি মেরিন, উইনটেল ইন্টারন্যাশনাল , কনিকা এন্টারপ্রাইজ এবং গ্রিনলাইন ডেভলপমেন্ট লিমিটেড।

ঋণের অর্থের একটি অংশ রেজার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে ঋণ নিয়মাচার ও বিধি – বিধান লঙ্ন , পি.কে , হালদারের দুর্নীতি ও অনিয়মের সাথে রেজার সম্পৃক্ততা , ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হতে ঋণের নামে অর্থ সরানাে এবং এ.কে.এম. সাহিদ রেজা এর স্বার্থ সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমােদন করিয়ে তা তাঁর অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। এর মাধ্যমে ঋণ নিয়মাচার এবং বিধি – বিধান লঙ্ঘনজনিত অভিযােগ আনা হয়।

যেহেতু , তাঁর বিরুদ্ধে আনীত অভিযােগসমূহ প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গত ৬ জানুয়ারি , ২০২১ তারিখের পত্রের মাধ্যমে তাঁকে পত্র প্রাপ্তির ১৫ ( পনেরাে ) কর্মদিবসের মধ্যে কারণ দর্শানাের নির্দেশনা প্রদান করা হয়। তিনি গত ৩ ফেব্রুয়ারি , ২০২১ তারিখের পত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কারণ দর্শানাে নােটিশের জবাব দেন। তার জবাব গ্রহণযােগ্য বিবেচিত হয়নি এবং ব্যাংক কোম্পানী আইন , ১৯৯১ এর ৪৮ ধারার আওতায় গঠিত স্থায়ী কমিটির কাছে প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেওয়া হয়।

স্থায়ী কমিটির নিকট ব্যক্তিগত শুনানি প্রদানের জন্য তাঁকে গত ২৫ মার্চ , ২০২১ তারিখে পত্র প্রেরণ করা হয় । এবং এর প্রেক্ষিতে স্থায়ী কমিটির নিকট গত ৪ এপ্রিল ২০২১ , ১১ এপ্রিল ২০২১ এবং ১৩ এপ্রিল ২০২১ তারিখে তাঁর ব্যক্তিগত শুনানিতে স্বহস্তে লিখিত বক্তব্য গ্রহণ করা হয়। তার কারণ দর্শানাের জবাব , স্থায়ী কমিটির নিকট ব্যক্তিগত শুনানিতে স্বহস্তে লিখিত বক্তব্য এবং এ সংশ্লিষ্ট কাগজপত্রাদি বিস্তারিত পর্যালােচনা করে স্থায়ী কমিটির নিকট প্রমাণিত হয়। যে পি.কে. হালদার এর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে দুর্নীতি , জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে সৃষ্ট ঋণ এ.কে.এম. সাহিদ রেজার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

যা বাংলাদেশ ব্যাংকের ১৮/৯/২০০৫ তারিখের জারিকৃত Managing Core Risks of Financial Institution- credit Risk Management গাইডলাইনস এর ১.২ এর বর্ণিত নির্দেশনার লঙ্ঘন এবং কোম্পানী ও আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর। এ অবস্থায় স্থায়ী কমিটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৬ ধারায় তাকে অপসারণের সুপারিশ করে।

ব্যাংক কোম্পানী আইন , ১৯৯১ এর ৪৬ ( ৩ ) ধারার বিধান অনুযায়ী এই আদেশের তারিখ হতে ০২ ( দুই ) বছর তিনি ব্যাংক কোম্পানী বা অন্য কোন ব্যাংক কোম্পানীর ব্যবস্থাপনায় প্রত্যক্ষ বা পরােক্ষভাবে সংযুক্ত হবেন না বা অংশগ্রহণ করতে পারবেন না । ব্যাংক – কোম্পানী আইন , ১৯৯১ এর ৪৮ ( ১ ) ধারার আওতায় গঠিত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে একই আইনের ৪৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ প্রদান করা হলাে ।

এই আদেশ দ্বারা সংক্ষুব্ধ হলে তিনি উল্লেখিত আইনের ৪৮ ( ২ ) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের নিকট আপীল করতে পারবেন ।

শেয়ার