Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ব্যবসায়ী নিহত

০১ মে, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ব্যবসায়ী নিহত
নারায়ানগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দঁড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সবজিভর্তি পিকআপ ভ্যান উল্টে তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার (১ মে) ভোরে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান।

নিহতরা হলেন- উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে এ পাঁচজন সবজি সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। আজও একইভাবে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার সময় দঁড়িকান্দি বাসস্ট্যান্ডে তাদের বহনকারী পিকআপ ভ্যানের উপর তারা বসেন এবং গাড়িটি ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান এটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায়। এসময় পাঁচজনই গুরুতর আহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান এবং বাকি দু্ইজন হাসপাতালে চিকিৎসাধীন। চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেলেও তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

শেয়ার