Top
সর্বশেষ

গার্ডিয়ান লাইফ-ডাচ্ বাংলা ব্যাংক চুক্তি সই

০৫ মে, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
গার্ডিয়ান লাইফ-ডাচ্ বাংলা ব্যাংক চুক্তি সই

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড সম্প্রতি একটি রিটেইল চুক্তি স্বাক্ষর করেছে। যার অধীনে সকল একক বিমা গ্রাহক অনায়াসেই ডাচ্ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এছাড়াও, গার্ডিয়ান লাইফের সমস্ত রিটেইল এজেন্ট ডাচ্ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে তাদের কমিশন এবং ভাতাও সংগ্রহ করতে পারবেন।

মাহমুদুর রহমান খান, এসইভিপি ও হেড অফ রিটেইল বিজনেস, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মোশাররফ হোসেন, ইভিপি, ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লাইবিলিটি ডিভিশন,ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে শামীম আহমেদ, চিফ অপারেটিং অফিসার, আহমেদ ইশতিয়াক মাহমুদ, হেড অফ ব্যাংকাসুরেন্স, রুবায়েত সালেহীন,হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স; মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অফ কর্পোরেট সেলস;আমিনুল ইসলাম,হেড অফ ব্রাঞ্চ সার্ভিসেস ডিপার্টমেন্টএবং ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে শাহাদাত হোসেন, ডিএমডি; হারুন উর রশিদ খান, এসএভিপি অ্যান্ড ম্যানেজার এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার