Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

২২ দিন পর সড়কে গণপরিবহন

০৬ মে, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ
২২ দিন পর সড়কে গণপরিবহন

ঢাকা মহানগরসহ জেলা শহরের ভেতরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে ঢাকায় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে অধিকাংশ বাসেই যাত্রী ছিল তুলনামূলক কম।

মিরপুর, শ্যামলী কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী ঘুরে দেখা গেছে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে বাসগুলো চলাচল করছে। সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রায় অধিকাংশ পরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

মিরপুর ১ নম্বর ওভারব্রিজের নিচে যাত্রীদের জন্য বাস থামিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। প্রতিটি বাস চালকের সহকারীর হাতেই জীবাণুনাশক স্প্রে দেখা গেছে। যাত্রীরা বাসে ওঠার আগে তা ব‌্যবহার করছেন। অধিকাংশ যাত্রীকে মাস্ক পরতে দেখা গেছে।

ট্রান্সসিলভা পরিবহনের বাসচালক মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘অনেক দিন পর লকডাউনের মধ্য গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। তাই আমরা সরকারের দেওয়া সব নির্দেশনা মেনে বাস চালাতে চাই। মালিক পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া আছে, যেন আমরা কোনো প্রকার অনিয়ম না করি।’

এক যাত্রী বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। লকডাউনের কারণে পরিবহন বন্ধ থাকায় এতদিন যাতায়াত করতে খুব ভোগান্তি পোহাতে হয়েছে। ৫০ টাকার ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা দিয়েও যেতে হয়েছে। আজ থেকে বাস চলাচল শুরু করছে। যার জন্য আমাদের ভোগান্তি কিছুটা কমবে এখন। সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের উচিত সবারই মাস্ক পরা, স্বাস্থ‌্যবিধি মেনে চলা।’

শেয়ার