Top

বিআইএর করপোরেট কর হার কমানোর দাবি

০৬ মে, ২০২১ ২:৫৫ অপরাহ্ণ
বিআইএর করপোরেট কর হার কমানোর দাবি

আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে করপোরেট কর হার কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। একই সাথে নন লাইফ ইন্স্যুরেন্সের রি-ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে দৈত্য কর প্রত্যাহার চায় সংগঠনটি।

আজ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের পক্ষ থেকে প্রাক বাজেট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কে এম মনিরুল হক, নাসির উদ্দিন পাবেলসহ সংগঠনের নেতারা।

শেখ কবির হোসেন বলেন, রি-ইন্স্যুরেন্স করার সময় আমরা একবার কর দেই, পরবর্তীতে আবারো আমাদের কাছে কর দাবি করা হয়। আমরা এই দৈত্য কর প্রতাহার চাই। সেই সঙ্গে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং নন লাইফ ইন্স্যুরেন্সের করপোরেট কর ৩৫ শতাংশ করার দাবি জানান।

বিমা খাতের প্রসারের স্বার্থে বিমা এজেন্টের উপর আরোপিত গেইন ট্যাক্সও প্রত্যাহার চান বিআইএ সভাপতি।

শেয়ার