Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

করোনায় আরও ৪৫ মৃত্যু

০৮ মে, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
করোনায় আরও ৪৫ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৭৮ জনে দাঁড়িয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৫ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭২ হাজার ১২৭।

একই সময়ে করোনা থেকে সুস্থ হলেন দুই হাজার ৪৯২ জন। তাদের নিয়ে করোনা থেকে মোট সুস্থ হলেন সাত লাখ ছয় হাজার ৮৩৩ জন।

শনিবার (৮মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার আট দশমিক ৭৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয় ১৪ হাজার ৩২৪টি। আর নমুনা পরীক্ষা হয় ১৪ হাজার ৭০৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ২৬ হাজার ৮১টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৭ হাজার ৮৯৮টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন, আর নারী ১৯ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন আট হাজার ৬১৫ জন এবং নারী মারা গেছেন তিন হাজার ২৬৩ জন।

তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ আছেন ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাত জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একজন করে, খুলনা বিভাগের তিন জন, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের দুই জন করে।

গত একদিনে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৫ জন। আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন।

শেয়ার