Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

হাজারো মানুষের উপস্থিতিতে ঈদের নামাজ আদায়

১৪ মে, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
হাজারো মানুষের উপস্থিতিতে ঈদের নামাজ আদায়

এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিন সকালে মসজিদে মসজিদে ঈদের নামাজে অংশ নিয়েছেন হাজারো মানুষ। করোনা পরিস্থিতিতে গতবছরের মতো এবছরও নামাজ শেষে কোলাকুলির সেই চেনা দৃশ্য দেখা যায়নি।

ঈদুল ফিতরের নামাজে অংশ নিতে শুক্রবার সকাল ৬টার পর থেকেই মুসল্লিরা দলে দলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যেতে শুরু করেন। সেখানে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।সেখানে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে। ঈদের নামাজ শেষে মহামারি থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়।

করোনার কারণে এ বছরও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ফলে সব পাড়ায়-মহল্লায় মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন।

ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ভাইরাসের বিস্তার প্রতিরোধে গত বছরের মত এ বছরও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত বছরও পবিত্র ঈদুল ফিতরের নামাজ মসজিদে মসজিদে আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শেয়ার