Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আনতে কাজ করব: সাকিব আল হাসান

২০ মে, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আনতে কাজ করব: সাকিব আল হাসান

বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করতে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি তরতর করে এগিয়ে চলছে। সেই সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। অধ্যাপক শিবলি রুবাইত-উল ইসলামের নেতৃত্বে গতিশীল নেতৃত্বে পুঁজিবাজারের যে ব্যাপক পরিবর্তন হচ্ছে তাতে ভূমিকা রাখতে চাই। সেজন্যই পুঁজিবাজারে যুক্ত হয়েছি।’

বিএসসিইসি’র বর্তমান চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইত-উল ইসলাম এর নেতৃত্বে নতুন কমিশনের সবাইকে ধন্যবাদ জানিয়ে সাকিব বাণিজ্য প্রতিদিনকে বলেন, আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন যে ৩০ টি ট্রেকের অনুমোদন দিয়েছেন সাকিবের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস লিমিটেড তারমধ্যে অন্যতম। সাকিব প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন কাজী সাদিয়া। তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এখন মানুষের হাতে হাতে স্মার্ট ফোন রয়েছে। তাই বাজারকে কীভাবে সারাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেয়া যায় এ বিষয়ে কাজ করবে মোনার্ক। প্রতিষ্ঠানটি বাজারে প্রচলিত সিকিউরিটিজ হাউজের ধারণাকে আরও গণমুখি করতে আন্তরিকভাবে কাজ করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ২৫০ টি সিকিউরিটিজ হাউজ রয়েছে। এরমধ্যে ১৫ টি প্রতিষ্ঠান কার্যক্রমে তেমনভাবে নেই। কিন্তু বাজারে লেনদেনের ভলিয়ম বাড়তে থাকায় এর সম্প্রসারণের দিকে নজর দেয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারই আলোকে আবেদন আহ্বান করলে ৬৬টি প্রতিষ্ঠান আবেদন করে। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৫১টি যোগ্য বিবেচনায় বিএসইসিতে প্রেরণ করে। সেখান থেকে প্রথম দফায় ৩০ টি প্রতিষ্ঠানকে কার্যক্রম শুরুর অনুমোদন দেয়া হয়। নতুন অনুমোদন পাওয়া এসব প্রতিষ্ঠানকে যাবতীয় প্রস্তুতি শেষে কাজ শুরু করতে ৬ মাস থেকে একবছর সময় লাগতে পারে।

শেয়ার