Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

সেশনজটে পাবলিক পরীক্ষার্থীরা: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত বিশেষজ্ঞদের

২৪ মে, ২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ
সেশনজটে পাবলিক পরীক্ষার্থীরা: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত বিশেষজ্ঞদের

ফরহাদ বিন নূর: স্বাভাবিক সময়ে প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু গেল বছর করোনায় এইচএসসি পরীক্ষা না নিয়ে অটোপাস দিতে বাধ্য হয় সরকার। আর এ বছর পরীক্ষা নেওয়ার কথা ভাবলেও চলমান পরিস্থিতিতে সঠিক সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। যথাক্রমে ৬০ দিন ও ৮৪ দিনের সংক্ষিপ্ত সিলেবাসে জুন-জুলাইয়ে মাধ্যমিক ও সেপ্টেম্বর-অক্টোবরে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়েছিল কর্তৃপক্ষ। তবুও এখন এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা আর ধোয়াশা যেন কাটছেই না। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত এসএসসি ও এইচএসসি-২০২১ ব্যাচের পরীক্ষার্থীরাও যেন মুখ থুবড়ে পড়ছে সেশন জটে। তাদের সময়ের এই ঘাটতি নিয়ে চিন্তিত ভুক্তভোগী পরীক্ষার্থী-অভিভাবকেরা। আর এ থেকে উত্তরণের উপায় খুঁজছেন গবেষক ও সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীরা পড়াশোনায় আগের মতো মনোযোগ ও উৎসাহ হারাচ্ছে ক্রমশ। অনেক হতাশার মধ্য দিয়ে সময় অতিবাহিত হচ্ছে বলে জানান এইচএসসি পরীক্ষার্থী লাবণ্য মল্লিক। তিনি বলেন, “দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনায় আগের মতো মনোযোগ ও উৎসাহ হারিয়ে ফেলেছি। আগে একটা টার্গেট থাকতো ক্লাসে আগামীকাল এই বিষয়টি আলোচনা করা হবে কিংবা এই বিষয়ের ওপর পরীক্ষা নেয়া হবে। সে কারণেই একটা লক্ষ্য নিয়ে পড়াশোনা করতাম। কিন্তু এখন সেটা হয় না। আর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে খুলবে এমন একটা গুঞ্জন সৃষ্টি করে আবার খোলা হচ্ছে না। সেশন জট মারাত্মক আকার ধারণ করছে। আমাদের অভিভাবকগণও আমাদেরকে নিয়ে চিন্তিত। ফলশ্রুতিতে অনেক হতাশার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি।”

শিক্ষার্থীদের সময়ের এই ঘাটতি পুরণ করতে হলে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক রুবেল আহমেদ। তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, “সারা বিশ্বে মহামারি করোনাতে শিক্ষার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি বাংলাদেশে। গত বছরের মার্চের ১৭ তারিখ থেকে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীদের বিশেষ করে ২০২১ এর এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের যে সময়ের ঘাটতির সৃষ্টি হয়েছে এবং যে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এটা থেকে উত্তরণের জন্য এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, “দুয়েক সপ্তাহের মধ্যে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিৎ। এবং এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নিয়ে নেয়া যেতে পারে। পরে যদি করোনা পরিস্থতি খারাপ হয় তখন না হয় আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে। এভাবে আর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা কোনো ভাবেই উচিৎ না।”

তিনি আরও বলেন, “আমাদের হাতে বেশি কাজ জমে গেলে আমরা যেমন বেশি চাপ নিয়ে সে কাজ শেষ করার চেষ্টা করি, ঠিক তেমনি শিক্ষার্থীদের শিক্ষার এবং সময়ের যে ঘাটতি তা পুরণে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে চাপ নিতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বাণিজ্য প্রতিদিনকে বলেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের অবশ্যই সময়ের ঘাটতি হচ্ছে। আমি মনে করি, করোনা নিয়ন্ত্রণের বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এবং যুক্তিসঙ্গত রুটিন তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিয়ে নেয়া উচিৎ।”

তিনি বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা, অভিভাবকদের নিরাপত্তা এবং শিক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরীক্ষার হলে স্বাথ্যবিধি অনুযায়ী ডিসটেন্স করে বসাতে হবে। প্রয়োজনে পরীক্ষার কেন্দ্র বাড়িয়ে পরীক্ষা নিতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সর্বস্তরের মানুষকে সহযোগিতা করতে হবে। পরীক্ষার কেন্দ্রগুলোর ভিতরে এবং বাইওে কোনো ভাবেই জটলা সৃষ্টি করা যাবে না। আর পরীক্ষার রুটিন যেন অবশ্যই দুই-তিন দিন গ্যাপ করে করা হয়।”

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান বাণিজ্য প্রতিদিনকে বলেন, “বাচ্চাদের যে সময়টা চলে গেছে সে সময়টা আর ফিরে পাওয়া সম্ভব না। কিন্তু যে ক্ষতিটা শিক্ষা ব্যবস্থার হয়েছে সেটা কীভাবে আমরা পোষাতে পারি এবং কীভাবে সেটি অতিক্রম করে পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থাটাকে কার্যকর করতে পারি সেটা কারিকুলামে সংযোজন করতে হবে।…পরীক্ষা পদ্ধতির মধ্যেও সংস্কার আনতে হবে, আর থেমে থাকা যাবে না”

এর সঙ্গে যুক্ত করে তিনি আরও বলেন, “গতবছর এইচএসসির পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে রেজাল্ট দিতে হয়েছিল। সেবার পরীক্ষার্থীদের একটা প্রস্তুতি ছিল কিন্তু এবারের পরিস্থিতি এবং প্রস্তুতি আলাদা। এবার পরীক্ষা না নিয়ে রেজাল্ট দেয়ার কোনো সুযোগ নেই। সে কারণে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো করোনার যে অবস্থা চলছে তাতে এখনই পরীক্ষা নেয়া সম্ভব না। বিশ্বের অনেক দেশ পরীক্ষা শুরু করে আবার বন্ধ করে দিয়েছে।”

ড. এম ওয়াহিদুজ্জামান বলেন “শিক্ষাখাতে সারা পৃথিবীতেই অপূরণীয় ক্ষতি হয়েছে। টোটালি হিউম্যান ক্যাপিটালের যে ক্ষতি হয়েছে সেটা সত্যিই অপূরণীয়। আমাদের দেশের গ্যাপটা আমরা বুঝতে পেরেছি যে, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখলেও আমাদের মন মানসিকতা এবং আমাদের কার্যক্রম সে পর্যায়ে এগোইনি।”

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, “তাদের সময়ের ঘাটতি পুরণ সম্ভব। সেটা নিয়ে ভাববার কিছু নেই। তারা যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন বিশ্ববিদ্যালয় চাইলেই এই ঘাটতি পুরণ সম্ভব। বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ডিপার্টমেন্ট নিজেদের মত করে পরীক্ষা নেয়। সেখানে সমন্বয় করলেই তাদের আর এই সময়ের ঘাটতিটা থাকবে না।”

শেয়ার