চলতি বছরের মে মাসে বিশ্ব বাজারে খাদ্যের দাম গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা।
বৃহস্পতিবার জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন-এফএও এ তথ্য জানায়। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
গম, যব ও ডালজাতীয় দানাশস্য, নানা রকম তৈলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস, চিনির বাজারদরের হিসাব ধরে সূচকটি তৈরি করা হয়।
এএফও জানিয়েছে, গত ১২ মাস ধরে বিশ্বে খাদ্যমূল্য বেড়েই চলেছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসের পর গত মে মাসে বিশ্ব খাদ্য বাজার সর্বোচ্চ ছিল। গত বছরের মে মাসের তুলনায় এ বছরের মে মাসে বিশ্ব বাজারে খাদ্যের দাম ৩৯ দশমিক ৭ শতাংশ বেশি। ভোজ্যতেলের দাম মে মাসে ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
দক্ষিণপূর্ব এশিয়ায় উৎপাদনে ধীরগতির জন্য পামতেলের বাজারে উর্দ্ধগতি দেখা দিয়েছে বলে জানা গেছে। বিশ্ব বাজারে চিনির দাম ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে গেছে। দুগ্ধজাত পণ্যে বছরের হিসেবে ২৮ শতাংশ দাম বেড়েছে বলে জাতিসংঘের খাদ্য সংস্থার সূচক জানায়।