Top

আরও ১৯৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৫ আগস্ট, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
আরও ১৯৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দিন দিনে বাড়ছে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৫ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জাননো হয়, এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৯ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৬০ জন ও ঢাকার বাইরে ৮৯ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯৮ জন। এর মধ্যে ঢাকাতেই ১৮৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৯ জন।

প্রতিবেদনে আরো জাননো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৫ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোটট রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ১০০ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ২৬ জন রোগী।

শেয়ার