Top
সর্বশেষ

প্রিন্টিং জটিলতায় নবায়ন হচ্ছে না পাসপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী

১৭ আগস্ট, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
প্রিন্টিং জটিলতায় নবায়ন হচ্ছে না পাসপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাসপোর্ট মেশিনের প্রিন্টিংয়ের ঝামেলার কারণে বিদেশে বাংলাদেশের নাগরিকেরা পাসপোর্ট নবায়ন করতে পারছেন না। এখন বিষয়টি সুরাহার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে এক অনুষ্ঠান শেষে বিদেশের মিশনগুলোয় পাসপোর্ট নবায়ন বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। তিনি ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘এই ইস্যু নিয়ে আমরা অনেক দিন আলাপ করেছি। আমরা এ নিয়ে অনেক দিন ধরে বকবক করছি। কারণ, অনেক বাঙালির পাসপোর্ট নবায়ন হচ্ছে না। তাঁরা পাসপোর্ট পাচ্ছেন না। এর মূল কারণ হচ্ছে পাসপোর্টের প্রিন্টিং আটকে গেছে। এমনকি এখানেও আমরা অনেক পাসপোর্টের জন্য বসে আছি। প্রিন্টিং মেশিনের গন্ডগোল। পাসপোর্ট তো আমরা ইস্যু করি না, এটা পাসপোর্ট অফিস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে। তারা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। এখন এটা নিয়ে তারা আগে থেকে চিন্তা করেনি কেন, আমি জানি না।’

শেয়ার