হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে জুনায়েদ বাবুনগরীর মামা এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। তিনি ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) রাতে হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটিও হয়েছে জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে।
মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। পরে তিনি ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। গত ৭ জুন ঘোষিত ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা হয় মুহিব্বুল্লাহ বাবুনগরীর। এর আগে আহমদ শফির নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।
দেওবন্দি আকিদার পণ্ডিত মুহিব্বুল্লাহ বাবুনগরী ১৯৩৫ সালের ফেব্রুয়ারিতে ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের জন্মগ্রহণ করেন। তার পিতা হারুন বাবুনগরী ছিলেন একজন খ্যাতিমান ইসলামি পণ্ডিত ও ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রাথমিক ও মাধ্যমিক এবং দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি দারুল উলুম দেওবন্দ গমন করেন এবং ১৯৫৯ সালে দেওবন্দ মাদ্রাসায় দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। মুহিব্বুল্লাহ বাবুনগরী সহিহ বুখারী শরীফ, সহীহ মুসলিম শরীফ ও সুনান আত-তিরমিজী, সুনানে আবু দাউদের ওপর উচ্চতর পড়াশোনা করেন। তিনি মূলত দেশের অন্যতম একজন হাদিস বিশারদ।
দারুল উলুম দেওবন্দ থেকে দেশে ফিরে পিতা হারুন বাবুনগরীর তত্ত্বাবধানে পরিচালিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক নিযুক্ত হন।
মুহিব্বুল্লাহ বাবুনগরী ফটিকছড়ি থানার ধর্মপুরস্থ মরিয়ম বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিনি ৩ ছেলে ও ৮ মেয়ে সন্তান রয়েছে।
প্রসঙ্গত, বুধবার (১৮ আগষ্ট) সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সিএসসিআর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।। ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বাবুনগরী। ৬৮তে থামেন হাদিস শাস্ত্রের প্রবীণ এই শিক্ষক।