Top

মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

২৬ আগস্ট, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্ণ
মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, এরমধ্যে করোনা পজিটিভ ছিলো ৪ জনের। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন।

তিনি আরও বলেন, এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। আইসিইউতে ১২ জনসহ মোট ১৯১ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৫৯১টি নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৪৫ শতাংশ।

শেয়ার