Top

বগি লাইনচ্যুত: সাড়ে তিন ঘন্টা ভৈরব-মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

২৭ আগস্ট, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
বগি লাইনচ্যুত: সাড়ে তিন ঘন্টা ভৈরব-মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতির সাড়ে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। লাইনচ্যুতির হওয়ার কারনে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ, ভৈরব ও চট্টগ্রামের সাথে সাড়ে তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরঞ্জন তালুকদার জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি ‘ঝ’ কোচের চারটি চাকা নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয় ।

খবর পেয়ে কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় চার ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন হলে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

শেয়ার