Top

রংপুর বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫

২৮ আগস্ট, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
রংপুর বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫

রংপুর বিভাগে এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা আবারো কমেছে। প্রায় দুই মাসের মধ্যে শনিবার ছিলো সবচেয়ে কম। কমেছে আক্রান্তের হার। এর মধ্যে পঞ্চগড় জেলায় কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ জন।

গত এক মাস ধরে বিভাগে আক্রান্তের হার ছিল ২৫ শতাংশের উপরে। গত ১০ দিন ধরে এই হার ১০ থেকে ১২ শতাংশে উঠানামা করলেও গত তিন দিন ধরে আক্রান্তের হার গিয়ে দাড়িযেছে প্রায় ২০ শতাংশ।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগের স্বাস্থ্য কর্মকর্তারা।

সেই সাথে কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বেড়েছে সুস্থতা।
শুক্রবার বিভাগে মৃত্যুর সংখ্যা ছিলো ৫ জন । গত ৫৯ দিনে বিভাগের আট জেলায় ১ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জানান, ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পঞ্চগড় জেলায় ১ জন, ঠাকুরগাঁ জেলায় ১ জন ও দিনাজপুর জেলায় ১ জন বয়েছে।

২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ৪৬১ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের ৪ জন, নীলফামারীতে ৪ জন, লালমনিহাটে ২ জন, কুড়িগ্রামের১৩ জন, ঠাকুরগাঁ জেলায় ৬ জন, দিনাজপুর জেলায় ৩৬ জন ও গাইবান্ধা জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ২০ শতাংশ।

করোনা শুরু থেকে রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৩ জনে। এর মধ্যে রংপুরের ২৭৯ জন, পঞ্চগড়ের ৭৫ জন, নীলফামারীর ৮৫ জন, লালমনিরহাটের ৬২ জন, কুড়িগ্রামের ৬৬ জন, ঠাকুরগাঁওয়ের ২৩৮ জন, দিনাজপুর জেলার ৩১৭ জন ও গাইবান্ধা জেলায় ৬১ জন রয়েছেন।

এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৫৩ হাজার ৬১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫২ হাজার ৮১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৪৯ জনে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

শেয়ার