Top
সর্বশেষ

জাপান থেকে ৬ লাখ টিকার ডোজ পৌঁছাবে সন্ধ্যায়

২৮ আগস্ট, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
জাপান থেকে ৬ লাখ টিকার ডোজ পৌঁছাবে সন্ধ্যায়

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশেকে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯ শ’ডোজ আ্যস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান, যা আজ সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছাবে।

গতকাল (শুক্রবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানিয়েছিলেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

নতুন পাঠানো এই টিকার ফলে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পেলো বাংলাদেশ।

শেয়ার