Top

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৬৫ জন হাসপাতালে ভর্তি

২৮ আগস্ট, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৬৫ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৬৫ জন। এর মধ্যে ঢাকাতেই ২১৪ জন। আর ঢাকার বাইরে রয়েছেন ৫১ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরেরর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ৯৬৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৪৪ জন রোগী ভর্তি রয়েছে। তাছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট নয় হাজার ৫৬৯ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে আট হাজার ৪১৫ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর ৪১ মারা গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শেয়ার