Top
সর্বশেষ

সিলেটে ১২৭ শনাক্তের দিনে মৃত্যু ৬

২৮ আগস্ট, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
সিলেটে ১২৭ শনাক্তের দিনে মৃত্যু ৬

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৭৭২ নমুনা পরীক্ষা করে নতুন ১২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ৬ জন।

শনিবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৬৬ জন, সুনামগঞ্জে ১০, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৮৫১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৮১ জন এবং মৌলভীবাজারে ৭ হাজার ৬৮০ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় মৃত ৬ জনের মধ্যে তিন সিলেট জেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও তিনজন।

বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৬০ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৭০ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৯৫ জন।

শেয়ার