দেশে এবার ডেঙ্গু ভাইরাসের নতুন একটি ভেরিয়েন্ট ডেনভি-৩ শনাক্ত হয়েছে । রাজধানীবাসী নতুন এই ধরনটিতেই বেশি আক্রান্ত হচ্ছেন। রোববার বেলা ১১টার দিকে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ড. সেলিম খান জানান, ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ডেঙ্গুর এই নতুন ধরন শনাক্ত করা হয়েছে।
এছাড়া ডেনিভি-৩ ডেনভি-১ ও ২ এর চেয়ে বেশি ভয়ঙ্কর। তাই এই দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াদের মধ্যে কেউ ডেনভি-৩ তে আক্রান্ত হলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ার আশঙ্কা থাকে। এবার ডেঙ্গুর এই ধরনেই আক্রান্ত বেশি।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি বলেন, দেশে প্রথম ডেঙ্গুর ডেনভি-৩ ধরন শনাক্ত হয় ২০১৭ সালে। এর আগে শনাক্ত হওয়া বাকি দুই ধরনের (ডেনভি-১ ও ২) বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।