Top

ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে

০২ সেপ্টেম্বর, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে বন্যা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কমেনি ভোগান্তি।

এছাড়া ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে যাওয়ায় সেখানকার প্রায় ৬০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া এসব এলাকার অনেক জায়গায় শুরু হয়েছে নদী ভাংগন।

পদ্মার তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষের দুর্ভোগ কমেনি। বন্যার কারণে ফরিদপুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ায় ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধির কারণে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই রয়েছেন নানা কষ্টে। অনেক স্থানে জিও ব্যাগ ফেলে ভাংগন রোধ করার চেষ্টা করা হচ্ছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে এখন তা বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাংগন কবলিত এলাকার খোজ সব সময় রাখছি।

শেয়ার