Top

মাদারীপুরে নদী ভাঙনে ৫০ টি বাড়ি বিলীন

০২ সেপ্টেম্বর, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
মাদারীপুরে নদী ভাঙনে ৫০ টি বাড়ি বিলীন
মাদারীপুর প্রতিনিধি: :

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদীর ভাংগনে অর্ধশত বসতবাড়ি ও সিটিখান – হাচেন আকনের হাট – সাহেবরামপুর সড়ক এর বিরাট অংশ ইতোমধ্য নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভুক্তভোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, কয়ারিয়া,সিটিখান ও সাহেবরামপুর ইউনিয়নের হাজার হাজার লোক প্রতিদিন এ সড়ক দিয়ে কালকিনি উপজেলা শহরে যাতায়াত করে। কিন্তু সম্প্রতি আড়িয়াল খাঁ নদীর ভাংগনে ঐ সড়কের বিরাট অংশ বিলীন হয়। এতে ওই সড়কে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে সিডি খান ইউনিয়নের চরদৌলত খান গ্রামটি নদী ভাংগনের মুখে পড়েছে। গত সাত দিনে এই গ্রামের ৫০ টি বসতঘর আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিমজ্জিত হয়।

নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত রফিক ভান্ডারি,আলাল শরীফ, দেলোয়ার শরীফ, মজিবর শরীফ, মাসুম বেপারী, মজিদ বেপারী ও আনোয়ার জানান, একটি মসজিদসহ ৫০ টি বসতঘর গত ৭ দিনের মধ্য আড়িয়াল খাঁ নদী গর্ভে বিলীন হয়।

সিডি খান ইউপি চেয়ারম্যান মোঃ চান মিয়া বলেন,আড়িয়াল খাঁ নদীর ভাংগনে এখানকার অর্ধশত লোকের ঘরবাড়ি বিলীন হয়।ঘরবাড়ি হারিয়ে ৫০ টি পরিবার বর্তমান মানবেতর জীবনযাপন করছে।

এদিকে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ভাঙন ঠেকাতে আড়িয়াল খাঁ নদীর কয়েকটি স্হানে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

শেয়ার