দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদান হতে বিরত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ (মঙ্গলবার) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।
নির্দেশনায় বলা হয়, আইন অনুযায়ী,লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য প্রহণ, পরিবহন ও বিলি বিতরণ বেআইনী ও সর্ম্পূণভাবে বিধি-বহির্ভূত। তাই দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান- প্রদান হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়।