Top

টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের ‘হ্যাটট্রিক’ টাইগারদের

০৮ সেপ্টেম্বর, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের ‘হ্যাটট্রিক’ টাইগারদের

যে ফরম্যাটটা একটা সময় ছিল ধাঁধার মতো, সেই ফরম্যাটটাতেই এখন নিয়মিত সাফল্য পেয়ে যাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আভাস দিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে যায় স্বাগতিকরা। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা।

ওয়ানডেতে বাংলাদেশ দল বেশ শক্ত অবস্থান তৈরি করলেও সীমিত ওভারের আরেক ফরম্যাট টি-টোয়েন্টিতে নিজেদের জায়গা নড়বড়ে ছিল বেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাবনা বাড়ছিল টাইগারদের। তবে সম্প্রতি এই ফরম্যাটেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের খেলা সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই জিতেছে টাইগাররা।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তারপর দেশে এসে অস্ট্রেলিয়াকে হারায় ৪-১’এ। এবার নিউজিল্যান্ডকেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারিয়েছে টাইগাররা।

আজ (বুধবার) মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের মাত্র ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে পায় সহজ জয়, নিশ্চিত করে সিরিজ।
এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে একেবারেই সুবিধা করেত পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র ৯৩ রানেই গুঁটিয়ে যায় তাদের ইনিংস। জবাব দিতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটাও ছিল বেশ নড়বড়ে। প্রথম দুই ওভার থেকে স্কোর বোর্ডে ৪ রান তুলতে পারেন দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ।

ইনিংসের তৃতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে এসে ব্রেক-থ্রু এনে দিন স্পিনার কোল ম্যাককঞ্চি। ফেরান ৬ রানে ব্যাট করা লিটনকে। পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া আঘাত হানেন এজাজ প্যাটেল। শুরুতে তার শিকারে পরিণত হন সাকিব আল হাসান। ৮ বলে ৮ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। দুই বল বাদে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন মুশফিকুর রহিম। রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
৬ ওভার শেষে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে খানিক বিপদে পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে দলকে বিপদমুক্ত করেন ওপেনার নাঈম ও অধিনায়ক মাহমুদউল্লাহ। চতুর্থ উইকেটে দুজনের জুটি থেকে আসে ৩৪ রান। ধীরগতির ব্যাটিংয়ে দুজন মিলে অবশ্য খরচ করেন ৫১ বল। নাঈম সেট হয়েও ম্যাচ শেষ করতে ব্যর্থ হলে ভাঙে এই জুটি। ঝুঁকি নিয়ে ২ রান নিতে গেলে রান আউটে কাটা পড়ে ফেরেন ৩৫ বলে ২৯ রানের ইনিংস খেলে।

এরপর আফিফ হোসেন যখন উইকেটে এলেন, তখন জয়ের জন্য বাংলাদেশ দলের প্রয়োজন ছিল ৩৩ বলে ২৪ রান। বাকি আনুষ্ঠানিকতা সারতে একেবারে ঝুঁকি নেননি মাহমুদউল্লাহ ও আফিফ। দুজনের অবিচ্ছেদ্য জুটিতে ইতিহাস লেখে বাংলাদেশ। এতে ৬ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ দল। সামনে থেকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ ৪৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। আফিফের ব্যাট থেকে আসে ৬ রান।

পাঁচ ম্যাচ সিরিজে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টি জিততে পারলে অস্ট্রেলিয়ার মতোই ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।

শুধু এই তিন সিরিজে নয়। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৫ সিরিজ হিসেবে আনলে ৪টিতেই জিতেছে বাংলাদেশ। মাঝে নিউজিল্যান্ড সফরে হেরেছিল ৩-০ ব্যবধানে। কিন্তু তার ঠিক আগের সিরিজেই ঘরের মাঠে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। ওই সিরিজটি হয়েছিল গত বছরের মার্চে।

শেয়ার