Top

রাজধানীর মোহাম্মদপুর থেকে জঙ্গি আটক, অস্র ও মাদকদ্রব্য উদ্ধার

০৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:০০ পূর্বাহ্ণ
রাজধানীর মোহাম্মদপুর থেকে জঙ্গি আটক, অস্র ও মাদকদ্রব্য উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা জঙ্গি আস্তানা থেকে এক জঙ্গিকে আটক করেছে র‌্যাব। এছাড়া অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাবের ডগ স্কোয়াড।
আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান বিষয়টি নিশ্চিত করেছে।
র‌্যাব বলছে, সন্দেহভাজন ওই জঙ্গি কোনো উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত। র‌্যাবের পক্ষ থেকে আটক জঙ্গির পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজ ইউনিট বসিলার একটি চার তলা ভবনে প্রবেশ করে। এরপর ডগ স্কোয়াড দিয়ে ভবনটি ঘিরে রাখে। পরে দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। পরে বিছানার ভেতর লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করেছে ডগ স্কোয়াড। পরে আশেপাশের মানুষদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

জঙ্গি উপস্থিতি রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বসিলার ওই বাড়িটি চারপার থেকে ঘিরে ফেলে র‌্যাব। এরপর ভোর পর্যন্ত বাড়িটির আশপাশ থেকে ধীরে ধীরে অন্য বাসিন্দাদের সরানো হয়, জঙ্গিরা তখনই র‌্যাবের অবস্থান টের পেয়ে যায়। অভিযান চলাকালে সকাল সাড়ে ৭টায় বাড়িটির ভেতর থেকে হেলমেট পরা অবস্থায় এক জঙ্গিকে আটকের পর বের করে এনেছে র‌্যাব।

র‌্যাবের ধারনা, বাড়িটির ভেতরে জঙ্গি আস্তানায় একাধিক জঙ্গি থাকতে পারে। তারা সবাইকে জীবিত আটকের চেষ্টা করছে। তবে আস্তানায় ঠিক কতজন জঙ্গি থাকতে পারে, ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার