Top

ছিনতাইকারীদের দায়ের কোপে বিশ্ববিদ্যালয় শিক্ষক আহত

১০ সেপ্টেম্বর, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
ছিনতাইকারীদের দায়ের কোপে বিশ্ববিদ্যালয় শিক্ষক আহত
রংপুর প্রতিনিধি :

ছিনতাইকারীদের দায়ের কোপে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পরাগ মাহমুদ গুরুতর জখম হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে ছিনতাইকারীদের দায়ের কোপে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পরাগ মাহমুদ গুরুতর আহত হন। অপরদিকে শুক্রবার ভোরে জগিং করতে বের হয়ে নগরীর লালবাগ এলাকায় ছিনতাইকারীদের দায়ের কোপে জখম হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান।

আহত পরাগ মাহমুদ জানান,নিজের মেস থেকে পাশে সরদারপাড়ায় বন্ধুর ছাত্রাবাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে তিন ছিনতাইকারী তার পথ রোধ করে দাড়ায়। এরপর তার কাছে যা আছে সব দিতে বলে।

সে দিতে অস্বীকার করলে এক ছিনতাইকারী দা বের করে তার হাতে কোপ দিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে সুব্রত ঘোষ নামে এক শিক্ষার্থীর সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষক মনিরুজ্জামান জানান, সকালে জগিং করতে বের হলে একদল ছিনতাকারী তার পথ রোথ করে দাড়িয়ে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়া সময় বাধা দিলে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী জানান, শিক্ষার্থী ও শিক্ষক আহত হওয়ার খবর শুনে হাসপাতালে গিয়ে তাদের সাথে দেখা করে এসেছি।এ ঘটনার ব্যাপারে সুষ্ঠ তদন্তের জন্য রংপুর পুলিশ কমিশনারের সাথে কথা বলবো।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আখতারু জামান প্রধান জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশি অভিযান শুরু করেছে।

শেয়ার