Top

চুয়াডাঙ্গায় হাসপাতালের শৌচাগারে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১ সেপ্টেম্বর, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় হাসপাতালের শৌচাগারে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে মালেকা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মালেকা খাতুন আলমডাঙ্গা উপজেলায় হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী ও দুই সন্তানের জননী।আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ সেপ্টেম্বর পেটের পীড়া নিয়ে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি হন বৃদ্ধা মালেকা খাতুন। এ ছাড়া তিনি মানসিক রোগসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

রাতে তার সঙ্গে কোনো স্বজন বা পরিবারের সদস্যরা থাকতেন না। শুক্রবার রাত সাড়ে ১১টার পর শৌচাগারে যান মালেকা খাতুন। দীর্ঘ সময় না ফিরলে পাশের এক নারী শৌচাগারে গিয়ে মালেকা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের জানায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশকে জানালে সকালে মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসএই) সঞ্জিত কুমার জানান, প্রাথমিক তদন্ত শেষে জানা যায় মালেকা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার দিবাগত রাতে শৌচাগারের জানালায় ওড়না দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যরা আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার