Top

এক কাউন্সিলর পদের জন্য ২৫ প্রার্থীর লড়াই

১৪ সেপ্টেম্বর, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
এক কাউন্সিলর পদের জন্য ২৫ প্রার্থীর লড়াই
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ নির্বাচনে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হওযার পর এমন তথ্য পাওয়া গেছে।

এর আগে সকাল থেকে আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ে একের পর এক প্রার্থী এসে জড়ো হন। তারপর দলবল নিয়ে জমা দেন মনোয়নপত্র। ওয়ার্ডটিতে এবার রেকর্ড সংখ্যক ২৫ জন প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেছিলেন। সকলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ১৮ মার্চ কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় অনুষ্ঠিত হচ্ছে এ উপ-নির্বাচন। এতে ২৫ প্রার্থীর মধ্যে মিন্টুর স্ত্রীও মনোয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি দলীয় মনোনয়নের আশায় প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নগর সম্পাদকের ছেলেসহ ২৪ জনই আওয়ামী লীগ সমর্থক।

অবশ্য অনেকে দলের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনী বৈতরণী পার করতে চান। সুষ্ঠু নির্বাচন হলে তারা প্রত্যেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এদিকে আওয়ামী লীগের দুই ডজন প্রার্থীর ভিড়ে বিএনপি সমর্থিত প্রার্থী শুধু একজনই। তাই নিরপেক্ষ নির্বাচন হলে জয় অনিবার্য বলে দাবি এই প্রার্থীর, যদিও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে তার।

মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন- দেলোয়ার হোসাইন, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ সেলিম রহমান, নোমান চৌধুরী, মো. মজিবুর রহমান, মো. শাহিদুল আজম মেহেরুন্নেসা খানম, নুর মোস্তফা টিনু, কাজী মোহাম্মদ ইমরান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. আলী আকবর হোসেন চৌধুরী, মোহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ আবদুর রব, মোহাম্মদ জামশেদ নেওয়াজ, মোহাম্মদ দেলোয়ার হাসান, মমতাজ খান, শওকত ওসমান, মো. রুবেল সিদ্দিকী, আজিজুর রহমান, মো. আলাউদ্দীন, মোহাম্মদ জাবেদ, কাজল প্রিয় বড়ুয়া, কায়সার আহমেদ, একেএম সালাউদ্দিন ও কাউসার আহমেদ ইয়াসমিন আহমেদ।

চট্টগ্রাম সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন সংগ্রহ করেছেন ২৫ জন। সোমবার ২৫ জনই তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ১৪ সেপ্টেম্বর যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর।

জানা গেছে, এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে আগামী ৭ অক্টোবর।

শেয়ার