মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের দেওয়া উপহারের ঘরগুলোর মধ্যে অন্তত ৩০০টি ঘর কে বা কারা ভেঙে ফেলেছে জানিয়ে তা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি দুর্নীতি দমন কমিশনকে বলব, যে কয়টা ঘর, ৩০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে। তাদের রিপোর্ট দিতে হবে। এটাই আমার কথা। তাদের রিপোর্ট দিতে হবে।’
উপহারের ঘর নিয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই এখানে দুর্নীতি করলে আমি সেই দুর্নীতি মানতে রাজি নই। গরিবকে ঘর করে দেব, সেখান থেকেও টাকা মেরে খাবে?’
সংসদ অধিবেশনে একজন সংসদ সদস্য বক্তব্যে জানান, দুদকের একজন কর্মকর্তা তাকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে তারা উপহারের ঘরের অনিয়ম নিয়ে তদন্ত করতে পারছেন না।
তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার তো এই কথা বলার কথা না। এই কথা যে কর্মকর্তা বলেছে, যদি আমি জানতে পারি, তো তার ব্যাপারেও একটু খোঁজ নিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন? সেখানে আমার প্রশ্ন। তাদের তো তদন্ত বন্ধ করার কথা না। তাদের তদন্ত চালু রাখতে হবে। তদন্ত করে দেখতে হবে, যারা ভাঙল তারা কারা? তাদের উদ্দেশ্যটা কী ছিল? তারা কেন ভাঙল? দুর্নীতি দমন কমিশন যদি তদন্ত করে থাকে, করতেই হবে।’
আগামীতে উপহারের ঘর নির্মাণের ক্ষেত্রে নতুন কৌশল নেয়ার কথাও জানান সরকারপ্রধান। বলেন, ‘আমরা এখন ঠিক করেছি কংক্রিটের পিলার ও স্টিলের ফ্রেম দিয়ে ঘর করে দেব, যাতে চট করে ভাঙতে না পারে।’
তিনি বলেন, ‘আমরা তদন্ত করেছি। দেখা গেছে ৯টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি। ১০/১২ জায়গায় যেখানে অতিবৃষ্টি হলো, সেখানে বৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে গেছে। সেখানে কিন্তু আরও অনেক ঘর ছিল।’
তবে ৩০০টি স্থানে পরিস্থিতি ভিন্ন ছিল বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আর ৩০০টি জায়গায়, যেখানে প্রত্যেকটি ঘরের ছবি আমার কাছে আছে, পুরো তদন্ত করে দেখা গেছে সেখানে দরজা-জানালার ওপর হাতুড়ির আঘাত। ফ্লোরগুলো খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙা। প্রশ্ন উঠবে জানলে ছবিটা নিয়ে আসতাম। আগামীতে ছবি দেখাব।
‘ইটের গাঁথুনি, পিলার সেগুলো ভেঙে ফেলে দেয়া হয়েছে। এটা তো দুর্নীতির জন্য হয়নি। এটা কারা করল? তবে হ্যাঁ, কারা করেছে তদন্ত হচ্ছে। এর মধ্যে কিছু অ্যারেস্টও হয়েছে। তাদের অ্যারেস্ট করা হবে, ব্যবস্থা নেয়া হবে।’