Top

রংপুর বিভাগে করোনায় আরও ১ জনের মৃত্যু

১৭ সেপ্টেম্বর, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
রংপুর বিভাগে করোনায় আরও ১ জনের মৃত্যু
রংপুর প্রতিনিধি :

রংপুর বিভাগে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ঠাকুরগাঁ জেলায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে সুস্থ হয়েছেন ৫৫ জন। শনাক্তের হার ৬ দশমিক ৩৬ শতাংশ।

শুক্রবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ১০, ঠাকুরগাঁওয়ের ১৮, রংপুরের ১০, পঞ্চগড়ের ১৫, নীলফামারীর ৩, কুড়িগ্রামের ২ এবং গাইবান্ধার ৬ জন রয়েছেন। ্এই লালমনিহাট জেলায় করোনায় আক্রান্ত ছিল শূন্যের কোঠায়।

গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২২০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২২ জন মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯০ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছেন গাইবান্ধায়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৪৭ জন, নীলফামারীতে ৮৭ জন, পঞ্চগড়ে ৭৯ জন, কুড়িগ্রামে ৬৬ জন ও লালমনিরহাটে ৬৬ জন মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৭০ হাজার ৫৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৯৫৪ জন।

রংপুর বিভাগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারী থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ লাখ ৮১ হাজার ৮৯৯ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ বিভাগের আট জেলায় প্রায় পৌনে দুই কোটি মানুষের বসবাস।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যু হার কমেছে। তবে এখন যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, তা উদ্বেগজনক। এভাবে চলতে থাকলে সংক্রমণ ও মৃত্যুর হার আবারও বাড়তে থাকবে।

শেয়ার