Top

শ্রীপুরে দূর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

১৮ সেপ্টেম্বর, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
শ্রীপুরে দূর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা
শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি: :

গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের আয়োজনে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গাড়ি চালক, হেলপার, চালক সহযোগী ও গাড়ির মালিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিস সংলগ্ন ট্রাক চালক কল্যাণ সমিতির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমিতি লিমিটেড’র সভাপতি মো.ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওনা হাইওয়ে ওসি মো. কামাল হোসেন।

এ সময় প্রায় দেড় শ ট্রাক চালক, হেল্পার ও গাড়ি চালক সমিতি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি কামাল হোসেন বলেন, ট্রাক বা অন্যান্য সকল ড্রাইভারদের বলবো আপনারা আমাদের ভাই বন্ধু। মহাসড়কে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাবেন আশা করি। যানজট প্রতিরোধে সকল ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।

সভাপতি মো. ফরিদ মিয়া বলেন, আমরা যাতে পুলিশের হয়রানীর শিকার না হয় সেদিকেও দেখতে হবে। যানজট নিরসনে সকলকেই ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি মো. আলম খন্দকার সহ আরো অনেকেই।

শেয়ার