Top

সিরাজগঞ্জে হেরোইনসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

১৮ সেপ্টেম্বর, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ১১জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া মহল্লার হেলাল শেখ (২৫), আলমগীর শেখ (৩০), মিরপুর কালাচান মোড় এলাকার খাইরুল ইসলাম (২৩), মিরপুর উত্তরপাড়ার সালাউদ্দিন মন্ডল (২৫), চর মালশাপাড়া মহল্লার জসিম শেখ (২৫), আতাউর হোসেন (৩০), হাশর শেখ (২২), মনিরুল ইসলাম ওরফে পিচুনি (২৪), সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার কাইয়ুম ব্যাপারি (৩০), নাঈম (১৯) ও সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের সুমন মোল্লা (৩০)।

গতকাল শনিবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জেলা শহরের বিভিন্ন স্থানে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিন্তু এ ব্যাপারে থানায় বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোন ভুক্তভোগী অভিযোগ করেননি এবং কোন সংবাদ মাধ্যমে তা প্রকাশও হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন স্থানে যৌথ অভিযানে ওই ১১ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা মাদকাসক্ত বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

মূলতঃ এরা সবাই মাদকাসক্ত হওয়ায় নেশার টাকা জোগাতেই ছিনতাই করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরাফত ইসলাম, ও সদর থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডীয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার