বিদ্যালয় খোলার পর এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘করোনা নির্মূল হওয়ার আগেই স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। বাড়তি সচেতনতার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আমরা পাইনি। শিক্ষক-শিক্ষার্থী সবাই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন।’
মন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন করোনা পৃথিবী থেকে বিদায় না নেবে, ততদিন পর্যন্ত এ সচেতনতা মেনে চলতে হবে। শিক্ষার্থীদের যত্ন নিতে হবে।’
দীপু মনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। যদি কোথাও কোনো অনিয়ম দেখি তাহলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক কর্মকর্তাসহ সবাইকে মুহূর্তের মধ্যে বরখাস্ত করা হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।