Top

নোয়াখালীতে ইউপি ও পৌরসভায় ভোট গ্রহণ চলছে

২০ সেপ্টেম্বর, ২০২১ ২:২২ অপরাহ্ণ
নোয়াখালীতে ইউপি ও পৌরসভায় ভোট গ্রহণ চলছে
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট পৌরসভা, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। এদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরুদ্ধে হামলা, হুমকি ধমকিসহ নান অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের ২জনসহ ৫জন চেয়ারম্যান প্রার্থী। একই অভিযোগ এনে কবিরহাট পৌরসভায় ভোট বর্জন করেছে ২ কাউন্সিলর প্রার্থী।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বৃষ্টি ও কাদা মাটি উপেক্ষা করে কেন্দ্র গুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। কেন্দ্রগুলোতে প্রশাসনের তৎপরতা রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে র‌্যাব, বিজিবি, পুলিশ প্রশাসনের লোকজন। টহলে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব পুলিশের মোবাইল টিম।

এদিকে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে বুড়িরচর, চরঈশ্বর, সোনাদিয়া, জাহাজমারা ও নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫জন চেয়ারম্যান প্রার্থী এবং কবিরহাট পৌরসভার ৬ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছেন।

শেয়ার