পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে লোহার এঙ্গেল ভেঙ্গে মাথায় পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিংয়ে কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘টেষ্ট রোশেম’ এ কর্মরত মনিরুজ্জামান মনির (৩২) এবং মাধব চন্দ্র সরকার (৩৩)। গুরুতর আহত অবস্থায় দিনবন্ধু (৩৩) এবং সিফাত (২৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এবং হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সাদিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন শ্রমিক প্রকল্পের রিঅ্যাক্টরের নিচে কাজ করছিলেন। বেলা একটার দিকে রিঅ্যাক্টরের ওপরে কাজ করা শ্রমিকদের থেকে একটি লোহার অ্যাঙ্গেল ওই তিন শ্রমিকের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর শ্রমিককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির বলেন, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নিহত মনিরের বাড়ি ঈশ্বরদী রূপপুরে ফুটু মার্কেটের পাশে এবং মাধবের বাড়ি শাহজাদপুর এলাকায় বলে জানা গেছে।
রূপপুর প্রকল্পের সাইট অফিস কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, এটি একটি দুর্ঘটনা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।