Top

ট্রাক-কাভার্ডভ্যান মালিক -শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

২২ সেপ্টেম্বর, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ
ট্রাক-কাভার্ডভ্যান মালিক -শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

১৫ দফা দাবিতে সারা দেশে ট্রাক-কাভার্ডভ্যান ও প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের চলমান কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মুকবুল আহমদ ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির সাংবাদিকদের ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।

দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ জন নেতা অংশ নেন। বিকেল পৌনে ৩টায় বৈঠক শেষ হয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
১৫ দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে তিন দিনব্যাপী সারা দেশে ধর্মঘট চলছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে। ধর্মঘটে প্রথম দিনে স্থবির হয়ে পড়ে দেশের প্রধান সমুদ্রবন্দরের পণ্য আনা নেওয়ার কার্যক্রম।

শেয়ার