Top

চাঁদপুরে দুর্ঘটনায় বরফ মিল শ্রমিকের মৃত্যু

২৩ সেপ্টেম্বর, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ
চাঁদপুরে দুর্ঘটনায় বরফ মিল শ্রমিকের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর শহরের পুরানবাজারে বরফ মিলের ঝরনা থেকে পড়ে আব্দুল করিম (৫৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় পুরাণবাজার ৫নং যমুনা আইস ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম হাজীগঞ্জ উপজেলার বাউরা সহিলপুর গ্রামের মৃত হাজী নুরু মিয়ারর পুত্র। দাম্পত্যজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

যমুনা আইস ফ্যাক্টরীর মিস্ত্রি মো. মাসুম শেখ জানান, নিহত আব্দুল করিম গতকাল রাতের সিফটে ডিউটি ছিলো। তিনি রাতভর কাজ করে সকালে তিনি মিলের কর্নেসার (ঝরনা) পরিস্কার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। সকাল ১০ টায় আমার ডিউটি ছিলো। ৯ টা ৪৫ মিনিটে ভেতরে ঢুকে দেখি ঝরনার নিচে তার নিথর দেহ পড়ে আছে।

অন্যান্য সহকর্মীরা জানায়, নিহত আব্দুল করিম প্রায় ২০ বছর ধরে এই ফ্যাক্টরিতে কাজ করছেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তিনি সারা রাত কাজ করেছিলেন। আজকে সকালেও তাকে দেখেছি।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে আসে।

এদিকে যমুনা আইস ফেক্টরীর মালিক পক্ষ জানান, দুর্ঘনায় নিহত শ্রমিক আব্দুল করিম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটরায় তার মুত্যুতে আমরাও হতভম্ব। আমরা সর্বোচ্চা ভাবে তার পরিবারের পাশে থাকবো।

শেয়ার