Top

ফরিদগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

২৫ সেপ্টেম্বর, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

ফরিদগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে দারিদ্র বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গরীব এবং অসহায় ৩১ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে উক্ত সেলাই মেশিন বিতরণে জেলা পরিষদ সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটুর সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী মোস্তফা কামাল মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাধারন সম্পাদক শাহ আলম শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী হাফিজুর আহমেদ পাটওয়ারী প্রমূখ।

শেয়ার