Top

মোহামেডান- আবাহনী খেলবে একই গ্রুপে

০১ অক্টোবর, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ
মোহামেডান- আবাহনী খেলবে একই গ্রুপে

হকির মৌসুমসূচক টুর্নামেন্ট ক্লাব কাপে এক গ্রুপে পড়েছে দেশের দুই জনপ্রিয় দল মোহামেডান ও আবাহনী। আগামী ৭ অক্টোবর থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত করেছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ কমিটি।

আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় ৮ দল অংশ নিচ্ছে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে দেশের ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান ও আবাহনীর সঙ্গে আছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও নবাগত পুলিশ এসসি।

‘বি’ গ্রুপে মেরিনার ইয়াংস ও সোনালী ব্যাংকের সঙ্গে পড়েছে আজাদ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। ক্লাব কাপ খেলছে না প্রিমিয়ার লিগের চার ক্লাব সাধারণ বীমা, ওয়ারি ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

৭ অক্টোবর উদ্বোধনী দিনে বেলা ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও অ্যাজাক্স এবং বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে আবাহনী খেলবে পুলিশ এসসির বিপক্ষে।

শেয়ার