Top
সর্বশেষ
ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল অন্তর্বর্তী সরকারের ৬ মাস: আশা-নিরাশার দোলাচলে ব্যাংক খাত ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ, চলছে বুলডোজার

বেহাল দশা কুবির চিকিৎসা কেন্দ্রের

০৫ অক্টোবর, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
বেহাল দশা কুবির চিকিৎসা কেন্দ্রের
কুবি প্রতিনিধি :

নানা সীমাবদ্ধতা ও সমস্যায় জর্জরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র চিকিৎসা কেন্দ্রটি। প্রায় ৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে চিকিৎসক আছেন মাত্র চারজন। নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। যাতে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা।

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ক্যাম্পাস শীঘ্রই খুলে দেওয়ার কথা রয়েছে। বর্তমানে সশরীরেই চলছে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসা কেন্দ্রটির কোন উল্লেখযোগ্য তৎপরতা নেই।

সরেজমিনে দেখা যায়, চিকিৎসা কেন্দ্রের জন্য বিশ্ববিদ্যালয়ে পৃথক কোনো ভবন না থাকায় প্রশাসনিক ভবনের নিচ তলায় মাঝারি ধরণের একটি কক্ষে চলছে চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম। কক্ষটিকে কাঁচের দেয়াল দিয়ে তার মধ্যে সাতটি ছোট কক্ষে বিভক্ত করা হয়েছে। সেখানে ৪ জন চিকিৎসকের পাশাপাশি ১জন প্রশাসনিক কর্মকর্তা, ১জন নার্স ও একজন অফিস সহকারি কাজ করছেন। এছাড়া একটি শয্যায় চলছে রোগী দেখাশুনা। একসাথে একাধিক রোগী দেখার নেই কোন ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠার শুরু থেকেই চাহিদার তুলনায় অপর্যাপ্ত ঔষধ, চিকিৎসক সঙ্কট, আবাসিক চিকিৎসক না থাকা, আবাসনের অসুবিধা, অপ্রতুল বসার স্থান, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, বিদ্যুৎ বিভ্রাটসহ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার সদস্যের চিকিৎসা দিচ্ছে মাত্র ৪ জন চিকিৎসক। এছাড়া এখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরাও চিকিৎসা নিতে পারবেন। কিন্তু এত অপর্যাপ্ততার মধ্যে চাহিদা অনুযায়ী চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এছাড়া আবাসিক চিকিৎসক না থাকায় রাতে কেউ অসুস্থ হলে তাকে নিয়ে ছুটতে হয় কুমিল্লা নগরীর হাসপাতালে। যার ফলে অনেক সময় ইর্মাজেন্সি রোগীকে নিয়ে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের।

ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা: মাহমুদুল হাসান খানের সাথে কথা বললে তিনি জানান, প্রতিবছরই আমাদের বাজেট খুবই কম থাকে। যাতে নানা ধরনের ঔষধ কিনার পর আর আমাদের পক্ষে দামী এন্টিবায়োটিক জাতীয় ঔষধ পর্যন্ত কিনা সম্ভব হয়না। এছাড়া করোনার শুরুতে পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক দেওয়া হলেও পরবর্তীতে এগুলোও আর দেওয়া হয়নি।

আবাসিক চিকিৎসক না থাকার বিষয়ে তিনি বলেন, আমরা ফুল টাইম একজন চিকিৎসকের জন্য উপাচার্য মহোদয়ের কাছে চিঠি দিয়েছি। কিন্তু এই ব্যাপারে কোন সুরাহা হয়নি। এছাড়া ক্যাম্পাসে আবাসিক চিকিৎসক থাকার মতো ব্যবস্থাও নেই। তিনি আরো জানান, ক্যাম্পাস খুলে দিলে রোগীর চাপ বৃদ্ধি পায় কিন্তু এখানে আধুনিক যন্ত্রপাতি না থাকায় শহরে পাঠাতে হয়। ২টি অ্যাম্বুলেন্স থাকলেও তা পরিবহণ পুলের কাছে থাকে যার ফলে দ্রুত ম্যানেজ করতে সমস্যা হয়।

সিনিয়র নার্স জেসমিন আক্তার বলেন, এখন ক্যাম্পাস বন্ধ তবুও প্রশাসনিক কার্যক্রম ও পরীক্ষা শুরু হওয়ায় প্রতিদিন প্রায় ৫০-৬০জন রোগী আসে। রোগীর এক সপ্তাহের ওষুধ প্রয়োজন হলেও সঙ্কটের কারণে তিন দিনের বেশী ওষুধ দিতে পারিনা। এছাড়া বসার জায়গার সঙ্কট চরম।

এবিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, কিছু সমস্যা রয়েছে। কথা বলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব।

শেয়ার