Top

১৭ অক্টোবর থেকে ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

০৭ অক্টোবর, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
১৭ অক্টোবর থেকে ঢাবিতে সশরীরে ক্লাস শুরু
নিজস্ব প্রতিবেদক :

আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ অক্টোবর ঢাবির প্রভোস্ট কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তারা জানিয়েছিলেন ১৬ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। তবে, একাডেমিক কাউন্সিল থেকে ১৭ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত আসলো।

জানা গেছে, একাডেমিক কাউন্সিলে আগামী ১০ অক্টোবর সব বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানোর বিষয়ে প্রভোস্ট স্টান্ডিং কমিটির সিদ্ধান্ত বহাল থাকে। ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ইনকোর্স বা মিডটার্ম পরীক্ষা নিতে পারবে। শুক্র ও শনিবারও ক্লাস-পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা অর্ধেক সময় ও অর্ধেক নম্বরে নিয়ে পূর্ণ নম্বরে রূপান্তরের পূর্ব সিদ্ধান্ত বহাল থাকে। ১৭ আগস্ট থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিজ্ঞান অনুষদের ডিন আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে। তবে কোনো বিভাগে সশরীরে ক্লাস নেওয়া সম্ভব না হলে বা তারা কোনো সমস্যা দেখলে অনলাইনে ক্লাস নেবে। এর আগে ১৬ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকা নিতে হবে। সশরীরে ক্লাস নেয়ার ক্ষেত্রে যেসব বিভাগের শিক্ষার্থী কম, তারা স্বাস্থ্যবিধি মেনে একসাথে ক্লাস নেবে। আর যেসব বিভাগে শিক্ষার্থী বেশি তাদের কয়েক শিফটে ক্লাস নিতে হবে, যেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় থাকে।

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলেছে।

শেয়ার