Top

দেশে এলো সেরামের ১০ লাখ ডোজ টিকা

০৯ অক্টোবর, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
দেশে এলো সেরামের ১০ লাখ ডোজ টিকা

সাড়ে ৭ মাস বিরতির পর ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা ১০ লাখ ডোজ টিকার চালান ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি এসব ভ্যাকসিন পাঠানো হচ্ছে।

শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান এসে পৌঁছায়।

বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বাণিজ্যিক বিমানে এ টিকা আসে। ডোজগুলো গাজীপুরে বেক্সিমকোর ওয়্যারহাউসে নেয়া হবে। সেখান থেকে জেলা ও উপজেলায় পাঠানো হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘দীর্ঘদিন পর আমরা ভারতের টিকা পেলাম। যেহেতু বেক্সিমকোর সঙ্গে চুক্তি এই টিকার, সে কারণে তাদের প্রতিনিধিই এই টিকা গ্রহণ করবেন। তাদের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠানো হবে।’

গত বছরের ৫ নভেম্বর সিরাম থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার সমঝোতা স্মারক সই হয়। এ বিষয়ে ১৩ ডিসেম্বর সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী চলতি বছরের মার্চ পর্যন্ত তিন মাসে বাংলাদেশকে দেড় কোটি ডোজ টিকা দেয়ার কথা সিরামের। কিন্তু ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাঠানোর পর ভারতে অভ্যন্তরীণ চাহিদার কারণে টিকা পাঠানো বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

কেনা টিকার বাইরে ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে আরও ৩২ লাখ ডোজ টিকা দিয়েছে।

সব মিলিয়ে সিরাম থেকে ১ কোটি ১২ লাখ ডোজ কোভিশিল্ড টিকা আসে দেশে।

সিরামের ডোজ দিয়েই দেশে করোনা প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু হয়। সিরাম হঠাৎ টিকা পাঠানো বন্ধ করে দিলে এ কার্যক্রম নিয়ে অনেকটা সংকটে পড়ে বাংলাদেশ। এমন বাস্তবতায় টিকার জন্য বিকল্প উৎসের সন্ধানে নামে সরকার।

এর অংশ হিসেবে চীনের সিনোফার্ম থেকে টিকা কেনে সরকার। এ ছাড়া করোনার টিকা ন্যায্যতার ভিত্তিতে বণ্টনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকেও টিকা পাচ্ছে বাংলাদেশ। ফলে সিরাম টিকা দেয়া বন্ধ করার পর যে সংকট তৈরি হয়েছিল তা কেটে যায়।

এর মধ্যে ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। তাই নিজেদের চাহিদা মিটিয়ে ফের অন্যান্য দেশে টিকা পাঠানোর উদ্যোগ নিয়েছে সিরাম।

বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও ইরানে করোনার টিকা রপ্তানির জন্য শুক্রবার সিরামকে অনুমোদন দেয় ভারত সরকার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি মাসেই ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় ১০ লাখ করে কোভিশিল্ড টিকা পাবে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার।

সিরাম ইনস্টিটিউট প্রতি মাসে কোভিশিল্ডের ২০ কোটির বেশি ডোজ উৎপাদন করতে সক্ষম। তারা ভারত সরকারকে জানিয়েছে, অক্টোবরেই ২২ কোটি ডোজ সরবরাহ করা সম্ভব।

এর আগে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাবিয়া জানান, ভারত ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় অক্টোবরে টিকা রপ্তানি আবার শুরু করবে।

শেয়ার