Top

দিনাজপুরে কুমারী পূজা অনুষ্ঠিত

১৩ অক্টোবর, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
দিনাজপুরে কুমারী পূজা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি :

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক ও রসলোকে আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তিরূপিনী বিশ্বজননীর শারদ স্মৃতিমন্ডতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা।

ঢাকের আওয়াজ ছাড়া যেমন দুর্গাপূজার আয়োজন পরিপূর্ণতা পায় না, ঠিক তেমনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠের রেকর্ড বাজানো ছাড়া মন্ডপে পূজার আমেজ পাওয়া যায় না। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে বর্ণিল ধর্মীয় আবহে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। বুধবার সকাল ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ মিশন মন্দিরে অনুষ্ঠিত হয় এই কুমারী পূজা।

দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে মহারাজ উত্তমানন্দজীউ সহারাজের পৌরহিত্যে সফলভাবে কুমারী পূজা সম্পন্ন করেন। কুমারী পূজায় মায়ের আসনে বসানো হয়েছিল দিনাজপুর সেন্ট প্রান্সিস জেভিয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ভাস্বতী ভট্রাচার্য়্য দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলকার নীলাঞ্জন কৃষ্ণ ভট্টাচার্যের মেয়ে।

কুমার পূজা মন্দিরের পুরোহিত উত্তমানন্দজীউ মহারাজ উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দূর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা কার হয়, তারিই বাস্তব কুমারী পূজা।

উল্লেখ্য, প্রতি বছর দূর্গা পূজার মহা অষ্ঠমীতে দিনাজপুর জেলায় একমাত্র রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবছর কুমারী পূজা স্বাস্থ্যবিধি মেনেই বিপুল সংখ্যক ভক্ত ও পূণ্যার্থীর সমাগম ঘটে। গত বছর করোনার প্রভাবের কারণে কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মহানবমী বিহিত পূজা এবং শুক্রবার(১৫ অক্টোবর) বিজয়া দশমীর পূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

শেয়ার