Top

মানিকগঞ্জে ১০০ শিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা

১৩ অক্টোবর, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
মানিকগঞ্জে ১০০ শিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা
মানিকগঞ্জ প্রতিনিধি   :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন আগামীকাল মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একশ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেয়ার উদ্বোধন করবেন। ১২ থেকে ১৭ বছরের মধ্যে শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে জানা গেছে।

আজ বুধবার বিকেলে এক সাক্ষাৎ কালে মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এসময় সিভিল সার্জন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বয়স্কদের টিকা দেয়া হচ্ছে। এবং স্কুল গামী ছাত্র ছাত্রীদের টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রী উপস্থিত থেকে প্রাথমিক ভাবে একশ ছাত্র ছাত্রীকে টিকা দেয়ার কর্মসূচি উদ্বোধন করবেন। এ পর্যায়ে জেলা শহ‌রের সরকারী বালক উচ্চ বিদ্যাল‌য়ের ৫০ জন এবং সরকারী এস কে বা‌লিকা বিদ্যাল‌য়ের ৫০ জন শিক্ষাথী‌দের ফাইজা‌রের টিকা দেওয়া হ‌বে।

শেয়ার