Top

পঞ্চগড়ে সবজির বাজারে আগুন

১৬ অক্টোবর, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
পঞ্চগড়ে সবজির বাজারে আগুন
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলায় শীতকালীন শাক সবজির দামে রীতিমতো আগুন। হাতের নাগালের বাইরে নতুন নতুন শাক সবজি সাধারণ মানুষ দামের কারণে কিনতে পারছেনা। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে মুলা, ফুলকপি,বাধা কপি,টমেটো ,গাজর করলা বরবটিসহ নানা ধরনের শীতের সবজি। চড়া দামে এসব সবজি বিক্রি হচ্ছে । বাজার নিয়ন্ত্রণের অভাবে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ী সুযোগও নিচ্ছেন । অতিরিক্ত দামের কারণে নিম্ন আয়ের মানুষ সবজি কিনতে পারছেন না। ফলে শরীরে পুষ্টির চাহিদা মেটাতে পারছেনা তারা। পঞ্চগড়ের বিভিন্ন বাজারে বর্তমানে সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা থেকে ১০০টাকা,ফুলকপি ১শ, বাধা কপি ৮০,গাজর ২শ, করলা ৪০ শসা, ৬০ টাকা এবং টমেটো ২শ টাকা কেজি দরে। রত্নিবাড়ি এলাকার ভ্যানচালক আব্দুল মালেক জানান, আমার দৈনিক আয় ৫শ টাকা । চাল, নুন, তেল কিনতেই শেষ । শাক সবজি কেনা যায়না।

তবে কৃষকরা বলছেন, এবার বৃষ্টিপাত কম হবার কারণে শীতকালীন সবজির আবাদ কিছুটা বাঁধাগ্রস্থ হয়েছে। বিশেষ করে বাঁধাকপি, ব্রকলি ,ফুলকপি ও সিম চাষে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়ায় এসব ফসলের উৎপাদন কম হচ্ছে।

তেতুলিয়া উপজেলার বৈরাগীগজ গ্রামের হাসিম উদ্দিন জানান শাক সবজির আবাদ করে এবার শান্তি নাই । বৃষ্টি না হওয়ার কারণে পোকা মাকড়ের আক্রমন বেড়েছে । তাই সবজির দাম একটু বাড়তি। হাড়িভাষা এলাকার কাজল আহম্দে জানান, প্রতিবছর সবজির আবাদ করে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা লাভ করেন । এবার আবহাওয়ার প্রভাবে শাক সবজি উঠতে একটু দেরী হবে। এবার গত বারের মতো লাভ নাও হতে পারে।

পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক শাক সবজি চাষাবাদ হয়। জেলার চাহিদা মিটিয়ে এসব শাক সবজি দেশের নানা প্রান্তে রপ্তানী হয়। ব্যবসায়ীরা জানান বৃষ্টিপাতের অভাবে এবছর জেলায় সবজির সরবরাহ কম । পাশ্ববর্তী ঠাকুরগাও জেলা সহ জয়পুর হাট ও বগুড়া থেকে সবজি আমদানি হচ্ছে। তাই স্থানীয় বাজার চড়া ।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান জানান, অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টিপাত কম হবার কারনে সবজি চাষে চাষীদের কিছুটা বেঘাত পেতে হয়েছে। শেষ সময়ের বৃষ্টিপাতে চাষিরা তা পুরন করে নিয়েছে। সে কারনে এবার আগাম সবজির সরবরাহ বাজারে নেই। তবে আগামী ২ সপ্তাহের মধ্যেই সবজির প্রর্যাপ্ত সরবরাহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার