Top

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি চালু

১৭ অক্টোবর, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি চালু

সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ (রোববার) থেকে আমদানি-রফতানির কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে ভারত,বাংলাদেশ ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে গত ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডর ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ছয় দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর তিন দেশের সাথে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

শেয়ার