Top
সর্বশেষ

অনার্স চতুর্থবর্ষের পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

১৬ ডিসেম্বর, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ
অনার্স চতুর্থবর্ষের পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স চতুর্থবর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনার কারণে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থবর্ষের বাকি পরীক্ষাগুলো ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে শুরু হবে; যা চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানান।

পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার