Top

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড

০১ নভেম্বর, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় র‌্যাব-১২’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে ১ লক্ষ টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত ভুয়া চিকিৎসক হলো- উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ খাইরুল ইসলাম (২৯)।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এক প্রেস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাত সাড়ে ৮ টায় উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় কেয়া হসপিটাল এ্ন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে র‌্যাব-১২’র ভ্রাম্যমাণ আদালত। এসময় হস্পিটালে চিকিৎসা প্রদানের সময় এক জন ভুয়া চিকিৎসককে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেওয়ান মওদুদ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালতে বিচারক ১ লক্ষ টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ কে, এম, আহসানুল হক, র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। গ্রেপ্তারকৃত ভুয়া চিকিৎসককে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার