Top

মাগুরায় সাড়ে তিন হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

০৪ নভেম্বর, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
মাগুরায় সাড়ে তিন হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ
মাগুরা প্রতানিধি :
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলার ৩ হাজার ৫৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ – সার ও অর্ধেক ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,  সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা ।
আলোচনা সভা শেষে চলতি রবী মৌসুমের জন্য উপজেলার ৮ ইউনিয়নের ৩ হাজার ৫৭০ জন কৃষককে পেঁয়াজ,  সরিষা,  গম, মসু, ভুট্টাসহ ৭ টি ফসলের বীজ, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সার ও অর্ধেক ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার, মাড়াই মেশিন ও ইদুর নিধন যন্ত্র প্রদান করা হয়।
শেয়ার